বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি,
মাঝে অতি সাবধানে আমি হাটবাজার সারি।
করোনার কবলে আজ জীবনটাই বিভীষিকাময়,
হ্রদয়ের দুকূল বেড়াতে ব্যাকুল মন কি ঘরে রয়?
ফ্লাইটের ব্যাগেজ ট্যাগের লেখা হয়ে গেছে ঝাপসা,
ছবির অ্যালবামগুলিতেও মাকড়সা বেঁধেছে বাসা।
কেমন আছে হরিদ্বারের হর কি পউরির ঘাট?
আজও কি হয় সেখানে গঙ্গারতি ও মন্ত্রপাঠ?
কেমন আছে লছমনঝুলার পারের ঋষিকেশ?
আজও কি আছে সেখানে সেই স্নিগ্ধ পরিবেশ?
কেমন আছে আগ্রার যমুনা তীরের তাজমহল?
আজও কি বেলি ফুলের কলির মতই অবিকল?
কেমন আছে গয়া, কাশী, মথুরা আর বৃন্দাবন?
আজও কি হয় সেখানে ভক্ত-ভগবানের মিলন?
কেমন আছে রাজস্থানের গোলাপী শহর জয়পুর?
আজও কি বাজে সেখানে কেসরিয়া বালমের সুর?
কেমন আছে শ্রী শ্রী জগন্নাথধাম পুরীর স্বর্গদ্বার?
আজও কি বঙ্গোপসাগর নিজেকে করে উজাড়?
কেমন আছে সিকিমের রাজধানী শহর গ্যাংটক?
আজও কি যায় সেখানে দেশী-বিদেশী পর্যটক?
কেমন আছে তিরুপতি বালাজীর তীর্থ তিরুমালা?
আজও কি গোবিন্দ ধ্বনিতে হয় কান ঝালাপালা?
কেমন আছে কন্যাকুমারিকার বিবেকানন্দ শিলা?
আজও কি দেখা যায় সেখানে সূর্যোদয়ের লীলা?
বাকরুদ্ধ বুকের আবেগের বেগ করে দমন,
চোখের জলে করি ভ্রমণের স্মৃতি রোমন্থন।