লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ,
গৃহবন্দী থাকতে থাকতে মনে হচ্ছে গারদ।
রাস্তায় বেরোলে স্বাগত জানায় কড়া রোদ,
যেন শরীরের চামড়া পুড়ে নেয় প্রতিশোধ।
পঞ্জিকা তন্ন তন্ন করে খুঁজতে গিয়ে শুভদিন,
পাত্র পৃথিবীর তপ্ত বুক ফেটে করে চিন চিন।
এতদিন মিলেনি ঘটক আবহাওয়ার পূর্বাভাস,
যুবতী কন্যা ঘরে তাই চিন্তিত পিতা আকাশ।
বড়ভাই মেঘের কালো মুখখানাও বড্ড ভার,
ছোটবোন থাকতে সানাই বাজবেনা যে তার।
ডানপিটে মেয়েটিও যে নয় একেবারেই শান্ত,
সে কোথাও ঢল নামায় কোথাও দেখায় ক্লান্ত।
তার আগমনী দেখতে সকলে যখন অপেক্ষায়,
প্রেমিক বাতাসের বাইকে চড়ে সে চলে যায়।
লগ্নভ্রষ্টা কন্যা হয়ে করে লজ্জার ইতিহাস সৃষ্টি,
তাই আজ পর্যন্ত সম্পূর্ণ হয়নি বৃষ্টির শুভদৃষ্টি।