পাত্রী শিক্ষিতা,সংস্কৃতিমনা ও চাকুরীরতা,
যেন কলসপত্রী উদ্ভিদের মাংসাশী পাতা।
দেখতে সুন্দরী,লম্বা,স্লিম ও ফর্সা সর্বাঙ্গ;
যেন প্রলোভনের ফাঁদে পড়ে পুরুষ পতঙ্গ।
শিক্ষাগত যোগ্যতা সাইকোলজিতে সাম্মানিক,
তাই সাইকো হওয়ার সম্ভাবনা একটু খানিক।
সঙ্গে অতিরিক্ত মেধা উচ্চাঙ্গ সংগীতে বিশারদ,
যেন আগ্রিম সতর্ক হয়ে থাকে তার হবু মরদ।
প্রতি মাসের শেষে মোটা অংকের স্যালারি,
যেন যে বিয়ে করবে তার লাগবেই লটারি।
শান্ত স্বভাব,সাংসারিক ও গৃহকর্মে সুনিপুণা,
যেন ঘরে আনলে পূরণ হবে সব মনোস্কামনা।
নম্র,ভদ্র,মিতব্যয়ী,মার্জিতরুচি ও মিষ্টভাষী;
সূর্যগ্রহণের দিন জন্ম,দেবারি গণ,বৃশ্চিকরাশি।
মা-বাবার একমাত্র মেয়ে হলে তো কথাই নাই,
এমন পাত্রীর জন্য বিজ্ঞাপন-চাকুরে পাত্র চাই।
তবে সামান্য কিছু লুকানো শর্তাবলী প্রযোজ্য,
পাত্রের একান্নভুক্ত পরিবার যেন হয় বিভাজ্য।
সংসার দুইজনের তবু খরচ সামলাবে জামাই,
তাইতো চাকুরীরতা পাত্রীর চাকুরে পাত্র চাই।