প্রথম প্রেম যখন হইয়া উঠে পানসা,
দ্বিতীয় প্রেমের বাড়িয়া যায় লালসা।
প্রথম প্রেম যখন হইয়া উঠে অসাড়,
দ্বিতীয় প্রেম করে বন্ধুত্বের হস্ত প্রসার।
প্রথম প্রেম যখন হইয়া উঠে বেদনার,
দ্বিতীয় প্রেম উৎপন্ন করে উন্মাদনার।
প্রথম প্রেমে যখন হইয়া উঠে দমবন্ধ,
দ্বিতীয় প্রেম আনে স্বাধীনতার আনন্দ।
প্রথম প্রেম যখন হইয়া উঠে প্রাক্তন,
দ্বিতীয় প্রেমে জুড়াইয়া যায় দেহ-মন।
কখনও ভিক্টোরিয়া কখনওবা গড়ের মাঠে,
কখনও পার্কস্ট্রীট কখনওবা প্রিন্সেপ ঘাটে;
তব প্রতীক্ষায় অস্থির চিত্তে মম প্রহর কাটে।
তব ঐ সম্মোহনী রূপ করে মম হ্রদয়হরণ,
কিভাবে করি দর্শনের প্রলোভন সংবরণ?
নৈশালোকে দৃশ্যমান তব ঐ ঝুলন্ত ওড়না,
যেন পূর্ণিমার চন্দ্রিমা চোঁয়ানো নীল জোছনা।
যদি হইতাম আমি তব অন্তর্বাসের পেয়ালা,
তবে বক্ষযুগলের খাঁজে বাজাইতাম বেহালা।
উপভোগ করিয়া তব ঐ যৌবন ইচ্ছামতন,
মম ব্রহ্মচর্য্য ব্রত ভাঙিয়া হইত শীঘ্রপতন।