আমি যাকে ভালোবেসে একদিন বানিয়েছিলাম প্রথমা,
সে কোনদিন দেয়নি আমায় উপযুক্ত তকমা।
তাই বাধ্য হয়ে বেরিয়ে গিয়েছিলাম মৃগয়ায়,
সেখানেই হঠাৎ দেখতে পেয়েছিলাম আমি তোমায়।
সেদিন মাথার উপর আকাশখানা ছিল নীল,
কিন্তু তোমার আমার মাঝে আজও অমিল।
আমি প্রেমের পাশা খেলায় পরাজিত পুরুষ,
চল্লিশ বছরে পদার্পণ করে হারিয়েছি জৌলুস।
তুমি সদ্য কৈশোরের চৌকাঠ পেরোনো যুবতী,
শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়েছো ঋতুমতী।
ক্লান্তি আর অবসাদে আমার জীবনটা ঊষর,
হতাশার মন্দালোকে দৃষ্টিশক্তি হয়ে গেছে ধূসর।
তোমার সামনে সোনালী ভবিষ্যৎ দিচ্ছে হাতছানি,
তুমিও হতে চাও কারোর স্বপ্নের রানী।
দাম্পত্যের একঘেঁয়েমিতে ঘুণেধরা আমার এই অন্তর,
হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে যেন তাসের ঘর।
তোমার সাজানো গোছানো সুন্দর মনের শহর,
মিলনের প্রতীক্ষায় বসে তুমি গুনছো প্রহর।
সংসারের শর্ট সার্কিটে দগ্ধ আমার সহ্যশক্তি,
বিশ্বাসঘাতকতার লোডশেডিংয়ে দূর হয়ে গেছে ভক্তি।
অন্যদিকে ফুল দিয়ে সাজানো তোমার রাস্তা,
তাই তুমি ভালোবাসার উপর হারাওনি আস্থা।
আমার গার্হস্থ্যের মরুভূমিতে মরূদ্যানরূপী হে দ্বিতীয়া,
তুমি কি আমার সঙ্গে করবে পরকীয়া?