গুটি গুটি পায়ে পায়ে চুপি চুপিসারে,
শরৎ টোকা দিচ্ছে মনের বন্ধ দ্বারে।
ভরা দুপুরের ভাত-ঘুম পেলে হাই তুলে,
আমি রয়েছিলাম মা তোকে বেমালুম ভুলে।
ভাদ্র মাসের প্রখর রোদে হয়ে নাজেহাল,
হাত দিয়ে অফিসের টেবিলে বাজাই তাল।
সংসারের বেড়াজালে সারা জীবন হয়ে জব্দ,
বহুদিন ধরে শুনতে পাইনি ঢাকের শব্দ।
তবুও বলি এখনই আসিস না মা,
তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি চলে যাস না।
ব্যথায় কাঁদতে দে,রাত জাগতে দে;
এখনো শিশির পড়ে শিউলি ফুটেনি যে।
আগমনী গাইতে দে,পথ চাইতে দে;
এখনো ধান গাছের শীষ আসেনি যে।
রোগ সারাতে দে,কাশবনে হারাতে দে;
এখনো পুজোর প্যান্ডেল তৈরি হয়নি যে।
বেতন পেতে দে,দোকানে যেতে দে;
এখনো বাজার ভালো করে জমেনি যে।
প্রহর গুনতে দে,মহিষাসুরমর্দিনী শুনতে দে;
এখনো পিতৃপক্ষ গিয়ে দেবীপক্ষ আসেনি যে।