গুরু গুরু শব্দে গগনে গর্জন করছে বাজ,
ক্রোধে অন্ধ আকাশের রণং দেহি সাজ।
কত যে ভালোই না লাগে এই ঘন তমসা!
টিনের চালে শুরু হয় জলতরঙ্গের জলসা।
সন্ধ্যা মালতীর সৌরভে সুবাসিত রজনী,
যেন ষোল শৃঙ্গারে সজ্জিত আমার সজনী।
কচুরিপানার পুকুরে জ্বলে নিভে আলেয়া,
যেন ঘোমটার আড়ালে মুখ লুকায় বঁধুয়া।
ধানগাছ ঘুমিয়ে পড়ছে হাওয়ার হিল্লোলে,
খরস্রোতা নদী বয়ে চলেছে নব কল্লোলে।
পিপাসার্ত প্রকৃতি পেয়েছে সিক্ততার পরশ,
চামচিকা চুষছে কলার মোচার ফুলের রস।
লেবু বাগানে বিরাজমান তাজা পাতিলেবুর গন্ধ,
গামছা মাথায় ছোটদের আম কুড়ানোর আনন্দ।
চারিদিকে যখন বৃষ্টির জমা জলে করছে থৈথৈ,
ভেজা কাপড় পড়ে ভাবী পুকুরপাড়ে ধরছে কৈ।