কবিতা রচনার নেপথ্যে রয়েছে যে গল্প,
তোমরা সকলে তার জানো খুবই অল্প।
কত কাটাছেঁড়া,ক্ষতবিক্ষত পান্ডুলিপি;
কত আটকে যাওয়া মগজের বন্ধ ছিপি।
কত না দেখা লেখা আর না বলা কথা,
কত মনের অস্থিরতা আর মাথাব্যথা।
কত হারিয়ে যাওয়া সুখ,শান্তি ও আরাম;  
কত শরীর থেকে ঝরে পড়া কালোঘাম।  
কত উৎসর্গ,বলিদান,তিতিক্ষা ও ত্যাগ;  
কত তীরে এসে তরী ডুবে মৃত আবেগ।
কত চিন্তাশক্তির শেষ সীমানা অতিক্রম,
কত ব্যর্থতার হতাশায় পর্যবসিত পন্ডশ্রম।
কত নিঃসঙ্গ একাকীত্বের মাঝে স্বগতোক্তি,
কত অসহিষ্ণুতার হুমকিতে স্তব্ধ অভিব্যক্তি।
কত ধূসর অতীতের স্মৃতি করেছি রোমন্থন,
কত অন্ধকারে পথ চলেছি হাতে নিয়ে লন্ঠন।    
কত নিন্দুকের কটূক্তিতে হয়েছি নাস্তানাবুদ,
কত স্বপ্নের ঋণ করে আজ দিচ্ছি তার সুদ।  
হতে পারে বন্ধু এটা কয়েক লাইনের কবিতা,
এর পেছনে আছে কয়েকশো লাইনের ব্যথা।