অসাড় সংসারের মায়াজালে সারাক্ষণ ঝুলে,
ওগো কবিতা, তোমায় থাকি বেমালুম ভুলে।  
তন্দ্রাহীন তন্দ্রার ঘোরে শুনি,"একটু দেখনা;
আমায় ভালোবেসে তোমার হ্রদয়ে লেখনা।"  
তোমার উপস্থিতির আবেগতাড়িত পরিবেশে,    
উপচেপড়া কাব্যরস পান করি আমি নিমেষে।  
কূলকিনারাহীন কাব্যসাগরে চালিয়ে সাম্পান,
নিজেকে কল্পনা করি সোনার তরীর কাপ্তান।
প্রতিকূল যাত্রাপথে সুবিশাল ঢেউয়ের উচ্ছ্বাস,
যেন করতে চায় আমার কবিতার দৈর্ঘ্য হ্রাস।
চারিদিকের অঠাঁই নীল জল কিন্তু ভীষন নোনা,
এদিকে হাঙররূপী সমালোচকদের আনাগোনা।  
তাদের ধারালো দাতেঁর কামড়ে হয় অজস্র ছিদ্র,  
ডিঙিতে ঢোকা জল সেঁউতি দিয়ে সেচি বিনিদ্র।
অন্য কবিদের নৌকা যেখানে ছন্দ-মৎস্যে ভরা,  
আমার শত জীর্ণ জালে পড়েনা কোনকিছু ধরা।  
ফিরে আসি যখন সৈকতে হাতে শুধু সমুদ্রের ফেনা,    
নিলামে আমার কবিতা তাই কড়ি দিয়ে যায় কেনা।