যারা কবি, কবিতা ছাড়া যাদের চলেনা;
তাদের চুলায় ঠিকমতো আগুন জ্বলেনা।
কবিতা রচনা-আবৃত্তি করা যাদের স্বভাব,
আজকাল তাদের পাঠক-শ্রোতার অভাব।
ওরা মস্তিষ্কের পতিত জমি করে পুনরুদ্ধার,
কবিতার ফসলে অন্নসংস্থান করে ক্ষুধার।
দিনের কলরব শেষে যখন রাত হয় নিঝুম,
ওরা কবিতার ডিম পেড়ে বসে দেয় উম।
লক্ষ্মীর পাঁচালী লিখেও নিজেরা লক্ষ্মীছাড়া,
ওরা হেঁটে পথ চলে না থাকায় বাসভাড়া।
খুনের আসামীও যখন ছাড়া পায় বেইলে,
মানহানির মোকদ্দমায় ওরা যায় জেইলে।
অশ্লীল সাহিত্য লিখলে রাতারাতি সেলিব্রেটি,
কবিতা লিখে কতজন কবি পাচ্ছে রয়্যালটি?
ভালো কবিতায় মিলেনা হলভর্তি হাততালি,
তাই কবিতা ছেড়ে কবিরা করছে ঘটকালি।
কবিতা ছাপাতে প্রকাশকও উৎসাহ দেখায়না,
তাই বন্ধু এখন আর কেউ কবি হতে চায়না।