সম্রাট আলেকজান্ডার কখনো তোমাকে দেখেনি-
যদি একবার দেখতো,
তোমায় জয় করেই মেসিডোনিয়ায় ফিরে যেতো।
রাজা সলোমন কখনো তোমাকে দেখেনি-
যদি একবার দেখতো,
তার সোনার খনি তোমায় লিখে দিতো।
বাদশা শাহজাহান কখনো তোমাকে দেখেনি-
যদি একবার দেখতো,
মমতাজ নয় তোমার জন্যই তাজমহল বানাতো।
জ্যোতির্বিদ আর্যভট্ট কখনো তোমাকে দেখেনি-
যদি একবার দেখতো,
তোমার নামে কোন নক্ষত্রের নাম রাখতো।
বিজ্ঞানী নিউটন কখনো তোমাকে দেখেনি-
যদি একবার দেখতো,
তোমার উপর তার চতুর্থ সূত্রখানা লিখতো।
ক্রিস্টোফার কলম্বাস কখনো তোমাকে দেখেনি-
যদি একবার দেখতো,
আমেরিকার পরিবর্তে তোমায় আবিষ্কার করতো।
ভাস্কোডাগামা কখনো তোমাকে দেখেনি-
যদি একবার দেখতো,
মশলার বদলে তোমায় নিয়ে দামাদামি করতো।
অ্যারিস্টটল কখনো তোমাকে দেখেনি-
যদি একবার দেখতো,
তোমায় দর্শনশাস্ত্রের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতো।
শেক্সপিয়ার কখনো তোমাকে দেখেনি-
যদি একবার দেখতো,
তোমায় নিয়ে অসংখ্য সনেট রচনা করতো।
লিওনার্দো দা ভিঞ্চি কখনো তোমাকে দেখেনি-
যদি একবার দেখতো,
মোনালিসাকে ফেলে তোমার ছবি আঁকতো।
রবীন্দ্রনাথ কখনো তোমাকে দেখেনি-
যদি একবার দেখতো,
তোমার সান্নিধ্যে কাদম্বরী দেবীর বিরহ ভুলাতো।
জীবনানন্দ কখনো তোমাকে দেখেনি-
যদি একবার দেখতো,
রূপসী বাংলার রূপ তোমার মাঝে খুঁজে পেতো।
মাইকেল মধুসূদন কখনো তোমাকে দেখেনি-
যদি একবার দেখতো,
অমিত্রাক্ষর ছন্দ তোমায় নিবেদন করতো।
শুধুমাত্র আমি দেখেছি তোমায়-
কখনো টাইগ্রিস-ইউফ্রেটিস নদীর অববাহিকায়,
কখনো বিবাহ-বহির্ভূত সম্পর্কের পরকীয়ায়।