তোমায় বেগুনি রঙ দেবো?
তুমি যে বেগুনি শাড়ী পড়ে আছো।
তাহলে কি নীল রঙ দেবো?
তোমার চোখ যে আগে থেকেই নীল।
তাহলে কি আকাশী রঙ দেবো?
তোমার আঁচলের রঙ যে আকাশী।
তাহলে কি সবুজ রঙ দেবো?
তোমার কচি যৌবনের রঙ যে সবুজ।
তাহলে কি হলুদ রঙ দেবো?
তোমার ব্লাউজের রঙখানা যে হলুদ।
তাহলে কি কমলা রঙ দেবো?
তোমার কপালের টিপ যে কমলা রঙের।
তাহলে কি লাল রঙ দেবো?
তুমি যে লজ্জায় লাল হয়ে গেছো।
তাহলে কি গোলাপি রঙ দেবো?
তোমার ঠোঁট দুটি যে গোলাপি রঙের।
তাহলে কি সাদা রঙ দেবো?
তোমার কাদাহীন মন যে ধবধবে সাদা।
ঠিক করেছি কোন রঙ দেবোনা তোমায়,
প্রেমের রঙ খেলবো দু'জনে কদমতলায়।
দোলের রাতে আলোকিত হলে মোদের গলি,
চাঁদের জোছনা মেখে খেলবো মোরা হোলি।