নইতো আমি ফুলের রাজা ভালোবাসার গোলাপ,
তাইতো কেউ করেনা আমার সঙ্গে আলাপ।
নইতো আমি কালীপূজার ফুল লাল জবা,
তাইতো রঙিন হলেও আমি যেন বিধবা।
নইতো আমি ফুলশয্যার বিছানার ফুল রজনীগন্ধা,
তাইতো প্রচুর ফুটলেও আমি যেন বন্ধ্যা।
নইতো আমি সূর্যের দিকে তাকানো সূর্যমুখী,
তাইতো বাতাসে নাচলেও আমি চিরদিনই দুঃখী।
নইতো আমি মাথার খোপায় গোঁজা বেলি,
তাইতো একরাশ হতাশায় আমি দীর্ঘশ্বাস ফেলি।
নইতো আমি নারীর নামকরণের ফুল করবী,
তাইতো আমার নাম থাকলেও নেই পদবী।
নইতো আমি যৌবনের আগুন ঝরানো পলাশ,
তাইতো রাস্তার ধারে ঝোপঝাড়ে আমার আত্মপ্রকাশ।
নইতো আমি শরতের শিশিরসিক্ত ঝরা শিউলি,
তাইতো পরজীবি বৃক্ষরূপে লতা হয়ে ঝুলি।
নইতো আমি রাতের আকর্ষণ সুগন্ধি হাসনাহেনা,
তাইতো আমাকে ছিঁড়ে ফেলতে নেই মানা।
কেউ কোনদিন জানতে চায়নি আমার ব্যথা,
আমি ফুলের জগতে উপেক্ষিতা-নাম মাধবীলতা।