মেনে সমাজের রক্ষনশীলতার বিধিনিষেধ হাজার,
একাধিকবার হাটের চক্কর কেটে করি সস্তায় বাজার।  


ঘরে বসে টেলিফোনে গ্যাসের সিলিন্ডার করি বুক,
ভর্তুকি ঢোকার এসএমএস এলে লাগে বড় সুখ।  


সরকারী রেশন সপের ভিড়ে এপিএলের লাইন ধরি,
অফারের টিকিটে পেছনের ইকনমি ক্লাসে বিমান চড়ি।


বাড়ি থেকে কর্মস্থল পর্যন্ত বিস্তৃত জীবনের পরিসীমা,  
সম্বল রেকারিং ডিপোজিট আর কম কভারেজের বীমা।  


বাজেট কমাতে গিয়ে মোবাইলে লিমিটেড প্যাক ভরি,
হয়াটসঅ্যাপে ছবি ডাউনলোড না করেই লাইক করি।


পথ চলতে গিয়ে পকেটের খুচরো স্বপ্নগুলির টুংটাং শব্দ,
অগ্নিমূল্যের ছোঁয়ায় আজ হয়ে গেছে একেবারেই স্তব্ধ।


বেতনের টাকায় অর্ধেক মাস চলাই যখন হয়ে উঠে দায়,
তখন স্বকীয়ার জ্বালা পরকীয়ায় ভুলার উপায় কোথায়?  


উচ্চবিত্ত আর নিম্নবিত্তের যাঁতাকলে প্রাণবায়ু ওষ্ঠাগত,
জীবিত আর মৃতের মাঝে অর্ধমৃত আমি যে মধ্যবিত্ত।