রোগজীবাণু ছড়ানোর অপবাদে বিদ্ধ বাতাস,
নিজের বিরুদ্ধে অভিযোগ শুনেও নয় হতাশ।
চারিদিকে যখন স্বজনহারাদের কান্নার রোল,
প্রকৃতি ফলে ফুলে সাজিয়ে তুলছে তার কোল।
বাজারে হাজির হয়েছে সুস্বাদু আধপাকা লিচু,
মহামারী হয়তো তাকে ধাওয়া করেনি পিছু।
গাছের ডালে হাওয়ায় দুলে আম করে মস্তি,
মুখে মাস্ক না পরলেও তার হয়না কোন শাস্তি।
রসে টইটম্বুর কচি কালো সবুজ তালের ডাব,
ভ্যাক্সিন নেওয়ার জন্য তাকে দেয়না কেউ চাপ।
গর্ত করে মনের সুখে নারকেল খায় কাঠবিড়ালি,
হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে তার শুধু খামখেয়ালি।
বৈদ্যুতিক তারে বসে সালিশি সভা করে বিহঙ্গকূল,
তাদের দিতে হয়না সামাজিক দূরত্ব লঙ্ঘনের মাশুল।
অদম্য ইচ্ছাশক্তির জোরে ধরে করোনার চুলের মুঠো,
হে মানুষ, তুমি তাড়াতাড়ি সেরে উঠো।