বসন্তের এলোমেলো বাতাসের শব্দ,
গ্রীষ্মের নির্জন দুপুরে হয়ে যাবে স্তব্ধ।    


বীণার ঝংকারে সৃষ্ট সুর মূর্চ্ছণার ছন্দ,  
হঠাৎ তার ছিঁড়ে গেলে হয়ে যাবে বন্ধ।  


দুইজনের মিলনে জন্ম নিয়েছিল যে প্রাণ,      
চারজনের কাঁধে তাকে যেতে হবে শ্মশাণ।  

যাকে স্মরণ করলে হও শোকে কাতর,  
তাকেই ভুলে গেলে তুমি তো স্বার্থপর।  
  
বিধান লিখে যেদিন কলম ভাঙবে বিধি,
সীমিত হয়ে আসবে এ জীবনের পরিধি।  

যখন যমদূত আনবে যমরাজের শমন,
তখন যে করতে হবে বাঁচার ইচ্ছা দমন।    


জীবনের জুয়ায় ব্যয়িত ইন্দ্রিয়সুখের ঋণ,    
সুদ সমেত করতে হবে পঞ্চভূতে বিলীন।  


সংসারের রঙ্গমঞ্চে নিজের অভিনয় শেষে,
পাড়ি জমাতে হবে অজানা মৃত্যুর দেশে।