প্রিয় মুঠোফোন,
তুমি আমূল পাল্টে দিয়েছো জীবনের দৃষ্টিকোণ।
মৃত সম্পর্কের চোরাবালিতে যখন তলিয়ে যাই,
তুমি ভরসা জুগিয়ে বল,"চাপ নিসনা ভাই।"  
হাসিমুখে সহ্য করি শত দুঃখ-দুর্দশা-দুর্ভোগ,
যখন সচল থাকে তোমার অন্তর্জাল সংযোগ।
খুশীমনে সম্মুখীন হই শহরের ট্রাফিকজ্যাম,
যখন ভালো ভাবে কাজ করে তোমার র‍্যাম।
মুখের লালা গিলে ভুলি পিপাসা আর ভুখ,
যখন অবিরাম চলে হোয়াটসঅ্যাপ-ফেইসবুক।  
কোলাহল-কলরবের মধ্যেও থাকি মৌন,
যখন দুইকানে লাগিয়ে রাখি ইয়ারফোন।  
বাইক চালিয়ে মাঝরাস্তায় দেখাই ভেল্কি,  
যখন বন্ধুদের সঙ্গে তুলি নিজের সেলফি।
নাওয়া খাওয়ার মাঝে হয়ে যায় গ্যাপ,
যখন প্লে স্টোরে পাই আকর্ষণীয় অ্যাাপ।
ফ্রি ওয়াইফাই পেলে করি অফিসে লেইট,
যখন ইনস্টল করতে হয় অনেক আপডেট।
ক্লান্ত দেহেও আসে হাজার ঘোড়ার বল,
যখন রংনাম্বার থেকে আসে কোন মিসকল।