নিজের কক্ষপথে পৃথিবী নিয়েছে ৩৬০ ডিগ্রি বাঁক,  
৩৬৫ দিন অপেক্ষার পরে এসেছে পয়লা বৈশাখ।  
      
এখনও অনেকদিন বাকী পেতে এই মাসের মাইনে,
তবু সাহস করে একটা টি-শার্ট এনেছি অনলাইনে।  


আজ ইলিশের দাম পৌঁছেছে হাজার টাকার ঘরে,  
তবু কিনেছি একটা পেট পুরে খাবো আনন্দ করে।  


আজ মিষ্টান্ন ভান্ডারে উপচে পড়া ভিড় আর হৈচৈ,
তবু পেয়েছি মিষ্টিমুখের রসগোল্লা-শেষপাতের দই।


আজ ব্রাহ্মণের দক্ষিণা আদায়ের নেই কোন মাত্রা,
তবু ব্যবসায়ীর করতে হবে নতুন হালখাতা যাত্রা।  


আজ যতই থাকুক গৃহকেন্দ্রিক অভ্যাসের বদনাম,      
তবু করতে হবে বন্ধুদের আলিঙ্গন; বড়দের প্রণাম।  


আজ আমি যতই বিধ্বস্ত নিয়তির নিষ্ঠুর পরিহাসে,      
তবু স্বপ্নের দেশে ঘুরে বেড়াবো কল্পনার আকাশে।  


আজ যতই পীড়া দিক পুরানো ব্যাধি-বিরহ-ব্যথা,  
সবকিছু ভুলে যেতে চাই-কারণ নববর্ষ বলে কথা।