ও মাই ডিয়ার ডরোথি,
তোমার দুঃখে আমি সমব্যথী।
গতবছর ফেব্রুয়ারি কিংবা মার্চে,
তোমার সঙ্গে দেখা হয়েছিল চার্চে।
তোমার সাদা গ্লাভস ও কালো গাউন,
গোলাপি ঠোঁট আর চুলগুলি ব্রাউন।
তোমার মুখখানা ছিল গম্ভীর ও নিরস,
গলার হারের লকেটে ঝুলছিল ক্রস।
পড়া শেষ করে বাইবেলের লেসন,
কেঁদে কেঁদে করছিলে কনফেশন।
হঠাৎ একদিন তুমি হয়ে গেলে অন্তর্ধান,
অবশেষে দেখি তুমি হয়ে গেছো নান।
সঙ্গে নিয়ে নিজের অক্ষত ভার্জিনিটি,
তুমি যোগ দিলে মিশনারিজ অফ চ্যারিটি।
২৫ শে ডিসেম্বর বড়দিনের খ্রীষ্টমাসে,
তুমি এসেছিলে চড়ে হোস্টেলের বাসে।
তোমার আর আমার মাঝে বিশাল ব্যবধান,
আমি বাঙালী হিন্দু তো তুমি পর্তুগীজ খ্রিষ্টান।
মনের দেওয়াল থেকে খসে পড়েছিল সিমেন্ট,
যেদিন থেকে তুমি চলে গিয়েছিলে কনভেন্ট।
তোমার অপার সৌন্দর্য আর ভরা যৌবন,
কেন দিয়ে দিলে তুমি অকালে বিসর্জন?!
তোমার কাছে আমার একটি প্রশ্নের উত্তর খোঁজা,
কেন সিস্টার ডরোথি হয়ে গেলে ডরোথি ডি'সুজা?!