যদি মনের কামনা বাসনা মিটতো বৈধ স্বকীয়ায়,
কেউ কোনদিন কেন মজতো অবৈধ পরকীয়ায়?!
কথায় বলে বিবাহ সাত জন্মের পবিত্র সম্বন্ধ,
তবে কেন সাত বছরেই হয়ে উঠে দমবন্ধ?!
কথায় বলে ঈশ্বর উপর থেকে মিলায় জোড়া,
তবে কেন কারোর সুখ কারোর কপাল পোড়া?!
বড় ধূমধাম করে সাত পাক ঘুরে বাজিয়ে সানাই,
তবে কেন সাধের সংসার করার ইচ্ছাটুকুই নাই?!
কারোর আগে পরিচয় কারোর আগে পরিণয়,
সাদৃশ্য একটাই-সবকিছু মুখ বুঁজে সইতে হয়।
দুর্ভাগ্য,পূর্বজন্মের কর্মফল কিংবা সিদ্ধান্তের ভুল,
সারাটা জীবন ধরে দিয়ে যেতে হয় তারই মাশুল।
একসঙ্গে থেকেও না বুঝলে একে অপরের গুরুত্ব,
এক বিছানায় শুয়েও উভয়ের মাঝে অসীম দূরত্ব।
সময়ের সঙ্গে সঙ্গে যখন কলহের তীব্রতা বাড়ে,
দুর্বিষহ দাম্পত্য তখন রূপান্তরিত হয় ভাগাড়ে।
অবশেষে হতাশাগ্রস্ত হয়ে একদিন ব্যর্থ মনোরথে,
জীবন বাঁক নিয়ে চলতে শুরু করে পরকীয়ার পথে।