সীমিত আমার ধ্যান,জ্ঞান,সীমিত অধ্যয়ন;
পদে পদে হোঁচট খাই করতে শব্দচয়ন।
ছড়া লিখে শুরু করেছিলাম আমার শৈশব,
যৌবনে পদার্পণ করেও পাইনি উৎকর্ষ,বৈভব।
তুচ্ছ কবিতা রচনা করি এই আশায়,
যদি আমার পাঠক পড়ে আনন্দ পায়।
সময়ের সঙ্গে তাল মেলাতে উঠে নাভিশ্বাস,
বিদ্বানদের ভিড়ে আমি মূর্খ অভিজিৎ দাস।
চাইনা আমি কবির খ্যাতি,স্বীকৃতি,সম্মান;
শুধু পেতে চাই বীণাপাণির চরণে স্থান।
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ভঙ্গ করেছি মৌনতা,
তাই আমার কবিতায় ফুটে উঠে যৌনতা।
তিলক্ষেতে যখন আমি দেখা পাই তিলোত্তমার,
মনের অদম্য উচ্ছ্বাস নাম নেয়না কমার।
বান আসা আবেগের দরিয়ায় করে স্নান,
আমি খুঁজে বেড়াই কবিতার উৎসের সন্ধান।
মাটিতে পড়ে ভেঙে গেছে ঝরনা কলম,
কে লাগিয়ে দেবে আমার ক্ষতস্থানে মলম?
কিভাবে মিটাই আমার বিরহকাতর বুকের জ্বালা?
কলমের কালি ছাড়া আমার পিপাসার্ত পঙক্তিমালা।