গতকাল দুপুরে পাশের বাড়ির নিমন্ত্রণে ,
গিয়ে দেখা হয়েছিল তোমার সনে।
বাড়ির সকলের কোলাহল আর কর্মব্যস্ততা,
তোমার চোখের চাহনিতে ছিল চপলতা।
আমরা একে অপরের কাছে অপরিচিত,
তোমার যাদুতে আমি হলাম সম্মোহিত।
তুমি ময়ূরীর মতো ছড়িয়ে ময়ূরপঙ্খ,
বাড়িয়ে দিচ্ছিল আমার বুকের হ্রৎকম্প।
তুমি চব্বিশ বছর বয়সী কন্যা,
বইয়ে দিলে তোমার রূপের বন্যা।
আমার চল্লিশ বছরের পাকা চুল,
তোমার যৌবন ভাঙে নদীর কূল।
আধুনিকতার ছোঁয়ায় তোমার ছিলনা দোপাট্টা,
বাসনার বাতাসে আমি হলাম ভোকাট্টা।
যদি আমার মঞ্জুর হত দোয়া,
আমি তোমায় বানাতাম আমার বঁধুয়া।
নিকাহতে তোমায় তিনবার করে কবুল,
মধুচন্দ্রিমা পালন করতে যেতাম ইস্তাম্বুল।
আমার এতদিনের সিজদা আর ইবাদত,
তোমার জীবনে নিয়ে আসুক বরকত।
অনুশীলন করে রক্ষনশীলতা আর আত্মনিয়ন্ত্রণ,
তোমাকে ভেবে গতরাতে হল সুপ্তিস্খলন।
সংযমের দ্বারা করেছিলাম ভুল সংশোধন,
হঠাৎ করেই হল প্রেমের অকালবোধন।
এই মানব জনম আসবেনা বারবার,
ছাদনাতলায় চল ঘুরি দুজনে সাতবার।