শীতের ঝরাপাতার ঝাড়গ্রাম-জঙ্গলমহল,
স্বজনহারানোর যন্ত্রণায় যেন শোক বিহ্বল।
পলাশবনি বনের শাল,পিয়াল আর মহুল,
সূর্যের সোনালী রোদ গায়ে মাখতে মশগুল।
মাথার উপর যেই ডেকে উঠলো শঙ্খচিল,
মনের গহীনে বসলো ঝুমুর গানের মহফিল।
লকডাউন আনলক পর্বে অজয় নদীর ঘাটে,
তোমার সাথে প্রথম দেখা সোনাঝুরির হাটে।
চুপিসারে মিশে গিয়ে পরিযায়ী পাখীদের দলে,
দু'জনে ভেসে বেড়াবো সরোবরের স্বচ্ছ জলে।
কামদেব লুকিয়ে কুয়াশার চাদরে হয়ে সওয়ার,
বাণ মেরে জাগিয়ে তুলেছেন কামনার জোয়ার।
দেবতারে প্রিয় করি প্রিয়েরে করি দেবতা পূজার,
তোমার প্রতি খাঁজে তাই নিজেকে করবো উজার।
বহন করতে রাজি তোমার বিশাল স্তনযুগলের ভার,
যদি তুমি আমার জন্য খুলে দাও তোমার যোনিদ্বার।
বসন্ত যেদিন এসে ধরা দেবে প্রকৃতির কোলে,
তুমি আমি মেতে উঠবো রঙের উৎসব দোলে।
সবুজের সমারোহে মৃদুমন্দ বাতাসের ছোঁয়ায়,
তুমি কবে আমার হবে রয়েছি তার প্রতীক্ষায়।