বদলে ফেলেছি শরীরের ঐ পুরানো মলাট,
দেশপ্রেমের রঙে রাঙিয়েছি নিজের ললাট।  
গৈরিক ধ্বজকে আরাধ্য বানিয়েছি পূজার,
ভারতমাতার সেবায় করবো জীবন উজাড়।
প্রভাতী শাখায় করি মাতৃভূমির প্রার্থনা-স্তুতি,
অন্তরে অনুভব করি এক অপূর্ব দিব্য দ্যুতি।      
হাতে ধারণ করে আত্মরক্ষার জন্য বাঁশদন্ড,
মনে শপথ করেছি ভারতবর্ষ গড়বো অখন্ড।
শারীরিক কার্যক্রমে হ্রদয়পিন্ড হয়েছে লোহার,
মাথার ঘাম পায়ে ফেলে শিখি আমরা প্রহার।
কখনও মিতকাল তো কখনও ব্যায়ামাভ্যাস,
সূর্যনমস্কার শেষে তিনবার ছাড়ি দীর্ঘশ্বাস।
ক্রীড়াপ্রতিযোগিতায় হারলেও হইনা খর্বিত,
কৌন জিতা সংঘ জিতা স্লোগানে হই গর্বিত।
সবশেষে মন্ডলে মিলিত হয়ে বৌদ্ধিক আর গীত,
গড়ে দেয় আমাদের সারাদিনের জন্য শক্ত ভিত।
হাসিমুখে সহ্য করতে পারি কন্টকাকীর্ণ পথের ক্লেশ,
যখন পরিধান করি স্বয়ংসেবকের টুপি আর গণবেশ।