ভালোবাসায় আমি কখনও হয়েছি সুন্দরবন ব-দ্বীপ,
আবার হতাশায় কখনও হয়েছি উত্তমাশা অন্তরীপ।
আমি সুখের ভিখারি অতৃপ্ত আমার দাম্পত্য,
বাড়ী থেকে অফিস পর্যন্ত আমার আর্যাবর্ত।
যাকে পেয়েছি তাকে বিলিয়েছি ভরসার দাদন,
ওদের বিশ্বাসঘাতকতায় আমার মন কচ্ছের রণ।
এই পৃথিবীতে আমার আপনজন কেউই নাই,
খাইবার পাসে খেয়ে ঘুম রেলস্টেশনে ঘুমাই।
একদিন দুধ খেয়ে মুখ পুড়েছিলাম ভাই,
তাই এখন আইসক্রিমও ফুঁ দিয়ে খাই।
শার্টের বোতামের নীচে লুকাই বুকের বিলাপ,
কখনও হয় হাইপারটেনশন কখনও নিম্ন রক্তচাপ।
বিরহের মরশুমের ছোঁয়ায় মৃত দিলের দরিয়া,
চল্লিশের চোরাবালিতে হাত-পা ছুঁড়ে বাঁচতে মরিয়া।
গতকাল ছিলাম আমি রঙীন স্বপ্নের ফেরিওয়ালা,
আজকাল আমার কাজ দিবাস্বপ্নে হাই তোলা।
পাকছে চুল শুকিয়ে যাচ্ছে হাড়ের মজ্জা,
যৌবন যেতেই জীবন যেন ভীষ্মের শরশয্যা।
জরাজীর্ণ এই জগতে কেউই নীরোগ নয়,
তাই এখন আমার সুখেরও অসুখ হয়।