এবার নাহয় ক্লাব সদস্যদের থেকেই চাঁদা তুলবো,
হয়তো প্রতিমা আর মন্ডপের উচ্চতা বেশী হবেনা;
তবু তুই আসিস মা।
এবার নাহয় বারোয়ারি পুজোই উপভোগ করবো,
হয়তো শহরের থিম পুজোর লাইনে ভিড় হবেনা;
তবু তুই আসিস মা।
এবার নাহয় বাড়ির কার্নিশেই টুনি বাল্ব জ্বালাবো,
হয়তো রাস্তার মোড়ে মোড়ে আলোকসজ্জা হবেনা;
তবু তুই আসিস মা।
এবার নাহয় আপন মনে গুনগুনিয়ে গান গাইবো,
হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান আর অর্কেস্ট্রা হবেনা;
তবু তুই আসিস মা।
এবার নাহয় চোখের ইশারাতেই প্রেম বিনিময় করবো,
হয়তো রাতে প্রিয়তমার হাতে হাত রেখে হাঁটা হবেনা;
তবু তুই আসিস মা।
এবার নাহয় গতবছরের পুরানো পোশাকই পড়বো,
হয়তো নতুন জামাকাপড় আর জুতো কেনা হবেনা;
তবু তুই আসিস মা।
এবার নাহয় শ্রদ্ধা আর ভক্তির অঞ্জলি প্রদান করবো,
হয়তো তোকে ফুল-বেলপাতা নিবেদন করা হবেনা;
তবু তুই আসিস মা।
এবার নাহয় অষ্টমীর ভোগের থালা উপুড় করে রাখবো,
হয়তো নবমীতে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবেনা;
তবু তুই আসিস মা।
এবার নাহয় নিজেকেই আবির মেখে আলিঙ্গন করবো,
হয়তো বিজয়া দশমীতে সিঁদুর আর রঙ খেলা হবেনা;
তবু তুই আসিস মা।