সংসারের ব্যাপারে বেশী মাথা ঘামাই না,
তুমি যে আছো মা।
বিছানা থেকে উঠে ব্রেকফাস্ট বানাই না,
তুমি যে আছো মা।
রান্নার আয়োজনের প্রয়োজন বোধ করি না,
তুমি যে আছো মা।
পেট ভরে গেলে যখন আর খেতে পারি না,
তুমি যে আছো মা।
খাওয়ার পরে এঁটো থালা-বাসন মাজি না,
তুমি যে আছো মা।
অফিস থেকে ফিরে শার্টপ্যান্ট গুছিয়ে রাখি না,
তুমি যে আছো মা।
ছুটির দিনে নিজের ময়লা জামাকাপড় কাচি না,
তুমি যে আছো মা।
রাতের বেলা বাড়ীর গেইটে তালা লাগাই না,
তুমি যে আছো মা।
পূজা-পার্বণ-পূর্ণিমা-গ্রহণ কবে মনে রাখি না,
তুমি যে আছো মা।
বুকে থুথু আর মুখে আঙুল কামড়ে মঙ্গলকামনা,
তুমি যে আছো মা।
রেগে গেলে দু'কথা শোনাতে কখনো ছাড়ি না,
তুমি যে আছো মা।
দুঃখ পেলে যখন সান্ত্বনার জায়গা খুঁজে পাই না,
তুমি যে আছো মা।