সুযোগ সুবিধার বেলায় সর্বদা উপেক্ষিত,
দুর্যোগ দুর্ঘটনার বেলায় তুমি আমন্ত্রিত;
তুমি যে পুরুষ।
অবলাদের কথা শুনে শুনে কান ঝালাপালা,
অথচ তোমার বলার কথাগুলিও না বলা;
তুমি যে পুরুষ।
লাইনের লাস্টে দাঁড়িয়েও যখন লেডিজ ফাস্ট,
তুমি কর কম্প্রোমাইজ-কনসিডার-অ্যাডজাস্ট;
তুমি যে পুরুষ।
দিতে গিয়ে ছোট বোনের আর্লি ম্যারেজ,
তোমাকে করতে হয় লেইট ম্যারেজ;
তুমি যে পুরুষ।
পরিবারে পত্নীই পলিসি মেকার,
কিন্তু চাকুরী না করলে তুমি বেকার;
তুমি যে পুরুষ।
খাওয়াদাওয়ার পরে না মাজলে বর্তন,
এটাও নাকি এক ধরনের নারী নির্যাতন;
তুমি যে পুরুষ।
তুমি বিনা দোষে ক্ষমা চেয়ে যতই কর মীমাংসা,
তোমার উপর প্রযোজ্য হবেই হবে গার্হস্থ্য হিংসা;
তুমি যে পুরুষ।
সংসার করলে তোমাকে থাকতে হবে উপোস,
ঘর ভাঙলে আজীবন চালাতে হবে খোরপোষ;
তুমি যে পুরুষ।