হয়তো জীবনের কোনো একটি পর্বে আমাদের ফের দেখা হবে অকস্মাৎ,
কিছুটা অবাক,কিছুটা মায়াবী,কিছুটা অশ্রুমিশ্র,কিছুটা ক্রোধ,কিছুটা আনন্দ ভরা চোখে দেখবো দু'জন দু'জনাকে।
তখন তুমি আমায় চিনেও চিনতে চাইবে না,
তখন আমি তোমার চিনেও চিনতে চাইবো না।
তুমি আবার আমার কাছে আসতে চেয়েও কাছে আসবে না,
আমি আবার তোমার কাছে যেতে চেয়েও কাছে যাবো না।


ঠোঁটে হাসি ফুটতে চাইবে,
ঝলমল করতে চাইবে চোখ,
চোখেমুখে আনন্দের বর্ষণ ঘটতে চাই কিন্তু,
সবটা বাধা পড়বে জীবনের সেই পর্বের দেয়ালে।


মনের প্রবল ইচ্ছে যেন অশরীরী দেহ হবে আমাদের,ছুটে যাবে,ইচ্ছেরাই নিজেদের পূর্ণতা ঘটাবে।
যতটা সম্ভব শক্ত করে জড়িয়ে ধরবে,দেখবে,গাল ছুঁয়ে চুমু দেবে,কাঁদবে,হাসবে,অনেক অনেক কথা বলবে।যে আলোচনার সমাপ্তির কথা ওরা কখনো ভাববে না।


কিছুই হবে না কয়েক মুহূর্ত তাকিয়ে দেখা ছাড়া,সেই কয়েক মুহূর্তের দেখার রেশ নিয়েই হয়তো কাটিয়ে দেয়া যাবে কয়েকশো বছর।