এক-একদিন করে বহুদিন,
এক-একবছর করে বহুবছর,
এক-একযুগ করে বহুযুগ কেটে যাবে,
এই ভূলোকে প্রাচীন বলে গন্য হবো একদিন,
তবু চিত্তে তোমায় ঘেরা বহুদিনের এই অনুভূতি রূপ বদলাতে চাইবে না।
যতকাল,যতযুগ অতিবাহিত হবে;অনুভূতির শেকড় শাখা-প্রশাখা ছড়িয়ে আঁকড়ে রইবে আমায়।
যা শরীর যতই প্রাচীন হোক না কেন,চিত্তকে চিরকাল তোমার প্রেমের সম্মুখে শিশু করে রাখবে।


ধরো কয়েক যুগ বাদে সহসা তোমায় দেখে ফেলি কোথাও,
তৎক্ষনাৎ নির্মল শিশুসুলভ হাসি খেলে উঠবে ঠোঁটে।


আমরা ভালবাসার অনুভূতির নিকট নিতান্তই শিশু,এ বিষ শরীরে প্রবেশ মাত্র শিশু বনে যাই।
অতঃপর,যাঁর দ্বারা এ বিষে আক্রান্ত হই তাঁর সঙ্গলাভে শিশুর ন্যায়ে পুলকিত হতে বিন্দুমাত্র বিলম্ব করতে চাই না।
যতই দিন,বছর,যুগ পেরোয়;এর প্রতিকার উদঘাটন করা সম্ভব হয়ে ওঠে না।এর নিকট আমরা নিতান্তই বোকা প্রাণী বলে পরিচিত।


এই বিষের প্রতিকার কস্মিনকালেও কেউ সন্ধান করতে পারেনি,পারবেও কভু।


হ্যাঁ,বলতে চাচ্ছি;তুমি জিতে গিয়েছো।তোমার প্রদত্ত ভালবাসার বিষ সমস্ত শরীর-চিত্ত-মস্তিষ্কে শেকড় ছড়িয়ে নিজের রাজত্ব তৈরি করে শাসন করে চলছে,শাসন করতে থাকবে।
তোমার উপস্থিতি কিংবা অনুপস্থিতি কোনোটিই তার কার্যে বিঘ্ন সৃষ্টি করে না।
তুমি থাকলেও ভালবাসা প্রদান করে,হারালেও করে।


দেহ প্রাচীনত্ব পরিগ্রহ করে কিন্তু ভালবাসার অনুভূতিরা অবিকার।