ভীড়ের দলে হাঁটতে গেলে আচমকা আমার আঙুল ছুঁয়ে যাবে তোমার আঙুল,চিনবো না কেউ।
ছাদের আকাশে তোমার মাথার উপরে উড়বো আমি পাখি সুদূর প্রান্তরে ,চিনবো না কেউ।
জানালার গ্রিলে তুমি হাওয়ার স্তম্ভ ফাঁকি দেবে পর্দা,চিনবো না কেউ।
পুকুর পাড়ে হাঁসের ভীড়ে প্রিয় ঐক্য হয়ে চলবো ভেসে তোমার চোখের দেশে,চিনবো না কেউ।
ভোর সকালে ঘাসের কোলে শিশির তোমায় ছুঁয়ে যাবো,কুয়াশা তোমাতে মিলিয়ে যাবো প্রেম প্রেম অনুভবে,সাদরে তুমি জড়িয়ে নেবে আপন বক্ষে,তবু চিনবো না কেউ।
ঘরমুখো ভীড়ের মাঝে আমাদের গায়ের ঘ্রাণ মিলবে আলিঙ্গনে,তবু আমরা চিনবো না কেউ।


গতকালের তুমি-আমি,আজকে বড্ড বেশি নতুন।
বহুকাল আগে যা ছিল সমান,আজকে তাতে  বড্ড ব্যবধান।
ক্যালেন্ডারের অনবরত বিরতীহীন বদলে চলার অভ্যেস মানুষ আপন প্রাণে রপ্ত করেছে  নির্দয়ভাবে।