আমি ছুঁইব ছুঁইব করি,ছুঁইতে নাহি পারি,
তোমারে আমার ধারে দেখি,
তবু ধারে যাইতে নাহি পারি।


আমি ছুঁইব ছুঁইব করি,ছুঁইতে নাহি পারি,
বাষ্পাকারে আমারে রহিয়াছো ঘিরে,
তবু ছুঁইতে নাহি পারি।


আমি ছুঁইব ছুঁইব করি,ছুঁইতে নাহি পারি,
তুমি কেন্দ্র করিয়া আমারে বলয় হইয়া আছো,
তবু ছুঁইতে নাহি পারি।


আমি ছুঁইব ছুঁইব করি,ছুঁইতে নাহি পারি,
অন্ধ করিয়া আমারে চক্ষুর সম্মুখে তুমি কাদম্বিনী,
তবু ছুঁইতে নাহি পারি।


আমি ছুঁইব ছুঁইব করি,ছুঁইতে নাহি পারি,
নাসিকা নগরে তুমি সুবাসের অশান্ত তুফান,
তবু ঘ্রাণ লইতে নাহি পারি।


আমি ছুঁইব ছুঁইব করি,ছুঁইতে নাহি পারি,
তুমি যে আমার স্বপ্ন স্বরূপ,
স্বপ্ন কী আর আমি ছুঁইতে পারি?


আমি ছুঁইব ছুঁইব করি,ছুঁইতে নাহি পারি,
ছুঁইব কী করিয়া বলো?
তোমার বদনে যে আমার ছুঁইবার নিষেধাজ্ঞা জারি।