পথের ধুলোরা পড়ে পড়ে ক্লান্ত,
বিকেলের হাওয়াও যেন ছুঁতে চায় না তাদের।মেঘে মেঘে তাদের খেলা,
ঠিক যেমনটি আমার বেলায় তোমার ভালবাসাখানি,
তা যেন আমাকে ছুঁয়েও না ছুঁয়ে চলে যায় অন্যত্র।
আমি ঠিক বুঝে উঠতে পারি না তোমার স্নেহের গোল্লাছুট খেলা;কেন আমার দিকে না এসে ছুটে চলে এদিকসেদিক!
আমি কী মেঘের মতো অস্পর্শী?নাকি শ্যাওলা ধরা মেঝের মতো পিচ্ছিল?


আচ্ছা!তুমি বদ্ধ ঘরের মোমবাতি দেখেছো?
আমি বোধ করি,আমি সেই বদ্ধ ঘরের মোমবাতি।
তোমার স্নেহের হাওয়া ছুঁতেই পারছে না আমার বেদনার অগ্নি!


কেবলই পথের ধুলো হয়ে পড়ে পড়ে ক্লান্ত আমি ভালবাসা নামক এই গলিতে।


অধীর আগ্রহ বর্জন করতে শিখতে হয়েছে আমায়;নয়তো না পাওয়ার কুয়াশায় আচ্ছন্ন হতে হয় চোখজোড়াকে।