চারকোণে ফ্রেমের আস্তরণে বাঁধা থাকে কিছু প্রিয়,
কখনো কারো মুখ,কখনো কথা;
সে সুখ কিংবা বেদনা চারকোণে ফ্রেমেই আবদ্ধ থাকতে চায় না,
শিরায়,শরীরে ছড়িয়ে হয়ে যায় কাঁথা।


চারকোণে ফ্রেমে আবদ্ধ মুখগুলিও বড্ড আজব!
যে আপনাকে দেখতে চায় না সেও দেখে অপলক নয়নে;
তা যেন আলাদাই এক প্রাণ,
হাসিমাখা মুখে চেয়েই রইবে,দৃষ্টি সরবে না কোনো অভিমানে।


চারকোণে ফ্রেমের প্রেমেই বুঝি অগাধ শ্রান্তি!
অবহেলা নেই,তিক্ততা নেই;
চোখে মুখে অজানা কারনে হাসি ছাড়া,
আপনার প্রতি কোনো তুচ্ছতা নেই।