প্রেম তুমি আসব বলে নগর রাঙিয়েছি আমার।
প্রেম তুমি আসবে বলে আমি তোমার পথে ফুলের মিছিল ডেকেছি,
আকাশে জোনাকির নক্ষত্র সাজিয়েছি,
শুধু প্রেম,তুমি আসবে বলে।
প্রেম তুমি আসবে বলে ঠোঁটের গাম্ভীর্য তাড়িয়েছি আমার।
প্রেম তুমি আসবে বলে চোখে প্রতিক্ষা সাজিয়েছি আমার।
প্রেম তুমি আসবে বলে একাকীত্বের বেদনা ঝেড়ে ফেলে কামনা করেছি এক সুমধুর সঙ্গতার।
প্রেম তুমি আসবে বলে বাঁচার কারণ বদলেছি আমার।
প্রেম তুমি আসবে বলে বক্ষ সমুদ্রে সৃষ্টি করেছি অগনিত ভালবাসার।
প্রেম তুমি আসবে বলে কবিতা লিখেছি প্রেমের।শুধু,প্রেম তুমি আসবে বলে।


অপেক্ষার সাথে আমার ঘোর শত্রুতা আজনমের,তবুও আমি অপেক্ষার চাদর গায়ে জড়িয়েছি,সময়ের ধীর পায়ে এগিয়ে চলা দেখেছি;
ভোরের পাখি গুনেছি,তাদের মনভোলানো গান শুনেছি,
বৃষ্টি,শিশির,উষ্ণ রোদ গায়ে মেখেছি।আমি অপেক্ষা করেছি,কারণ,প্রেম তুমি আসবে বলে।


আমি গোধূলি লগ্নে নিষ্পলক রয়েছি,দু'নয়নে রক্তিম আভা গিলেছি,
প্রয়োজনে আরো লক্ষ কোটি গোধূলিস্নান নেবো শরীরে,
শুধু,প্রেম তুমি আসবে বলে।


বাগানের সকল ফুলের ঘ্রাণ জমিয়ে রেখেছি,জমিয়ে রেখেছি কোকিলের কুহূতান।
প্রেম তুমি আসবে বলে,তোমায় বরণ করবো বলে।
আমি প্রতিক্ষার স্তম্ভ,তোমার প্রতিক্ষায়,তুমি আসবে বলে।প্রেম,তুমি আসবে বলে।