তুমি বিছিয়ে রেখো তাল পাতার পাটি উঠোনে,
আমি ভূবণ জুড়ানো বাতাসের সাথে তাল মিলিয়ে আসবো নেমে তোমার পাশে।


তুমি অপেক্ষার মিষ্টি ছাপ মুখমণ্ডলে রেখো,
আমি মেঘের পরে উঁকি দেওয়া চাঁদের আলো হয়ে জুড়ে বসবো তোমার পাশে।


তুমি আলিঙ্গনের ভঙ্গিতে প্রহর গুণো,
আমি হাসনাহেনার সুবাস হয়ে ঢলে পড়বো তোমার দেহে।


তুমি নক্ষত্রের পানে চেয়ে নক্ষত্রগুলোর পরিচিতি খুঁজতে থেকো,
আমি তেমনই এক নক্ষত্র হয়ে ঝরে পড়বো তোমার শীতল পাটিতে।


বাকি রাতটি দেখবো দু'জনে বিভোর হয়ে,গোচর ভরে।


জীবন যখন একটি দিনের যে প্রান্তে এসে সব লেনদেন সমাপ্ত করে,তখন শুরু হবে আমাদের লেনদেন ভালোবাসার।
ভালোবাসা আদানপ্রদানের ভয়ানক প্রতিযোগিতায় মেতে উঠবো,কেউই কাউকে কম ভালোবাসতে চাইবো না।অসীম অফুরন্ত এই ভালোবাসা প্রদান যেন অনন্তকালের হয়ে দাঁড়াবে।
তিনশো বছর,কিংবা তিন হাজার অথবা তিন লক্ষ।