মানুষ মানেই সুখের শিকারী,
সুখের মোহে ছুটবেই;
সবাই ভাসে সুখের টানে,
পাষাণী বলে লাভ নেই।


মানুষ বলেই সবাই সুখের গোলাম,
কেউই হতে চায় না দুঃখী;
কী লাভ তারে বেঈমান বলে!
সেও হতে গিয়েছে সুখি।


যেকোনো সুখের ঘূর্ণায়মান চাকাতেই,
পিষে যায় অন্য সুখ;
তা অজ্ঞাতই থেকে যায় সে চাকার তরে,
চোখে জমে বিষ,যে পায় দুঃখ।


মানুষ মানেই,দুঃখের প্রতি অবহেলা,
ফুলের বাগানে সুখের ঘ্রাণ খোঁজা;
পেলে তো শ্রেয়,নইলে,
অন্য মোহনার টানে চলবে সোজা।


সবাই সুখী হতে চায়,
সুখী হতে,অন্যের সুখ খায়;
খাওয়া সুখের অবশিষ্ট খোলস,
দুঃখ থেকে যায়।