সবুজ ঝোপের ওপর বর্শার খোঁচা
পড়তেই বেরিয়ে আসে চকিত গতিতে!


হন্তদন্ত ছুটে যায়
বাঁ-দিকের চোরাপথে,
শক্ত বেড়ায় বাধা পেয়ে
অন্যদিকে ধেয়ে যায় গোঙানি!


সামনে আরো কিছু বর্শার তীক্ষ্ন
বুঝতে পেরে ছটফটানি বাড়তে থাকে!


খেদা খাওয়া নিঃশ্বাস
আবার কি ঝোপে?


না, বরং বুনো আগাছা মাড়িয়ে
ডানদিকের উঁচু বেড়ায়
আছড়ে পড়ে প্রাণপন ঊর্ধ্বশ্বাসে!


বাকি থাকে একটাই পথ …


ঘোঁৎ ঘোঁৎ চীৎকারের তীব্র ছুট
সব ভুলে সেদিকে …!
ধাতব কিছুতে পা লেগে
হামলে পড়া পাথরের ফলার
সাথে কাতর আলিঙ্গন


আদিম হাসি ছুটিয়ে যায় …