লাঞ্ছিত-বঞ্চিতদের মাঝে কেক এসে পড়েছে,
ক্রিসমাসের দামী বিশাল কেক;
মোমবাতি জ্বালিয়ে ক্যারল গানের সাথে
কেউ একজন ধরুন না সান্তাক্লজের ভেক!


সবাই ভাগ পাবে একের পর এক,
তবে শাণিত ছুরি আর মড়াকান্না দরকার;
কে কতকাল বিপন্ন
তার ফিরিস্তি গাওয়া হতে থাকে বারবার!


দীর্ঘদিনের বুভুক্ষার জ্বালা
যেন মিটে যাবে একটুকরো ক্রিম ত্রিভুজে,
পাকস্থলীর অযাচিত নীরবতা পালনেও
চকোলেটের ঘ্রাণে জিভ যায় ভিজে!


কেকের একটা টুকরোর জন্য চলে অনশন
খরচ করে বানানো হয় ধরণামঞ্চ অহিংসার,
তাতেও যদি কেকের টুকরো না মেলে
জ্বালিয়ে-পুড়িয়ে-গুলি করে দাও ছারখার!


কোন শোষিতের পোশাক ব্রাত্য থেকে গেছে,
কোন নিপীড়িতের ভাষা তলানীতে ঠেকেছে,
প্রত্যেকের জন্য আলাদা আলাদা টুকরো চাই,
এই ব্যবস্থার প্রতি কারো কোনো ক্ষোভ নাই!