রক গিটারের তার বাজাতে পারিনা,
পারিনা গলা ফেঁড়ে চিৎকার গাইতে,
তাই হয়তো তুমি ভেবে যাও
আমার নরম রাতমেসেজের উত্তরে
গরম চাবুকের ফুলঝুরি ছোটাবে;
রাস্তাঘাটে কাছের বন্ধুদের সাথে
চোখাচোখি হয়ে গেলে দূর থেকে
ভিখারী দেখার আদলে চাহনি
সরে যায় অদ্ভুত অবহেলায়,
বেকার-মাথাপাগলা-কবি আমি
বিয়েবাড়ির আলোঝিলমিলে আসরে
বসে থাকি একাকী এককোণের চেয়ারে,
সমাজ আমার অস্তিত্বের ধার ধারেনা,
কদর করেনা কেউ আমার লেখনীর,
সুন্দরী পোশাক পাশে এসেও বসেনা;
বাড়িতে চলে নিত্য অত্যাচার,
সমালোচনার চোটে জীবন জেরবার।


সিগারেটের ফিল্টারে তুড়ি মেরে
একটা বড়ো হাঁফ নিয়ে বলতে চাই,
“এসবে আমার বাউল ছেঁড়া যায়!”