ক্রুচুৎ … ক্রুচুৎ …
আজ কয়েদী নজরুল বেঁচে থাকলে
বেচারা বাদ যেত সেন্সরের আওয়াজে,
সমাজ-সচেতনতার কালিতে লেখা
বিনয়ের কথা কিংবা শক্তির দেখা
তলিয়ে যেত কূটনীতির রেওয়াজে;
বুভুক্ষার ছবি জীবন আনন্দে
বিপ্লবের ভাষা সুভাষিত ছন্দে
সব বয়ে যেত… সব বয়ে যেত!
রোম জ্বলে ছারখার হয়ে চলেছে
আর কবির বেহালা ভ্রূক্ষেপহীন,
কবিতার জন্য কবিতা লেখা মিছে
বলেই হয়তো মেকি সৌন্দর্য ক্ষীণ
হয়ে ভেসে চলে নীরব আলগোছে।
রঙের উল্লেখে চেতনা চেপে দেওয়া
পালে লাগছে স্তাবকতার হাওয়া,
নদ-নদী, আকাশ, ফুলে সুন্দর খোঁজা
চোখে ছড়াক রক্তাক্ত নিঃশ্বাসের তাজা;
হায়, শিল্পীর মননেও যে স্বজনপোষণ,
সাহিত্যের আঙিনায় রাজনীতির আনাগোনা,
না করে সম্পাদকীয় কাঁচিবাবুর তোষণ,
আবার বাদ যাবো হয়তো, ঠিক জানিনা-
ক্রুচুৎ … ক্রুচুৎ … !