মেরুদন্ডহীন মোসাহেবের মেলা,
যুক্তাক্ষরের তাঁবেদারি করা কবিদল
ময়দানে মঞ্চ খাটিয়ে অনুষ্ঠান জুড়েছে,
ঝাঁ-চকচকে পোশাক পরিহিত
উঠতি-পড়তি কলমবাজদের সমাগম!


এরা ঝাঁঝালো সত্যি লিখতে পারেনা,
লিখলেও তা নিছকই কলমের স্বার্থে
ব্যঞ্জনা-দ্যোতনায় চাপা পড়ে
সহজ কথা-সহজ অনুভূতি-সহজ রঙ,
টিপসই দেওয়া মাথায় ছড়াতে পারেনা।


শব্দের রাজকীয় ঝনঝনানি
নীচুতলার মানুষদের জন্য শুকনো জল
যখন তাদের চোখ খুলতে পারেনা
তখন এরকম শিল্পের অর্থ কি
যা শিক্ষিতদেরও সক্রিয় করতে পারেনা?


আমি জানি আমিও ব্যর্থ,
তবে ভন্ডামির মখমলী ভাব-কাপড় দিয়ে
ঢাকতে চাইনি বৃথা ভৎর্সনার লাইনে,
সত্যিকে উপলব্ধি করেছি খুব কাছ থেকে
তাই আলোকিত কবি-সম্মেলনে যাইনে …