কত কথা বলতে তুমি অবিরাম …
    কেউ শুনছে কিনা না দেখে,
    আর আমি একদৃষ্টে শুনে যেতাম বোবার মত
    কত উচ্ছ্বাস, কত চাপা আনন্দ
    সে বলে বোঝাবার নয়
    কত হাসতে তুমি সামান্য কথায়
    যেন দুনিয়ার সব বিষয়ই হাসির খোরাক,
    আর আমার চোখ ভিজে যেত দেখে
    আজও মানুষ প্রাণখুলে হাসতে পারে
    একেবারে শিশুর সরলের মত!
    কন্ঠের জাদু থেকে আলাদিনের জিন বেরিয়ে
    আমার প্রাত্যহিক ক্ষতে
    স্বর্গের প্রলেপ দিয়ে যেত অনায়াসে,
    পরিপাটি চুলগুলো তোমার মখমলী আঙুলের
    পেলবতায় এলোমেলো হয়ে গেলে
    পারিজাতের শীতল পরশের রেশমী
    অনুভূতির জোয়ার হৃদয় সাগরে,
    রিক্ত নাসাপথ তোমার নির্যাসে সিক্ত
    হয়ে রজনীগন্ধার মেলা বসাতো
    হয়তো যদি আজ তুমি পাশে থাকতে …