কাছে যাও-আরো কাছে,
জং পড়তে পড়তে
যে মানুষগুলো জঙ্গী হয়ে গেছে
তাদের গোলাপ দরকার,
আজ আর শোনেনা কেউ,
শোনাতেই ব্যস্ত সময়ের ফাঁকে
অভিমানের কাঁটা গজিয়ে ওঠে
এখানে-সেখানে-বুকের ভেতর,
একচিলতে আলো যেমন
কত কালো ধুয়ে দেয়
বহু আঁচড়-বহু কামড় শেষে
মানুষ ফিরে আসে মানুষে,
যেন সে যায়নি কোনোদিনও,
প্রেমের কবিতা নিয়ে এখানেই ছিল
আদি থেকে অনন্তের চিরকাল ...