সমাজ যেন কোনো প্রাচ্যের সামুরাই,
নিত্যদিন নীরব আত্মহনন
তথাকথিত সম্মান রক্ষার্থে
কাপুরুষের শাণিত তরবারি
লাল সরলরেখা এঁকে
পাকস্থলীর মৌনগাত্র উন্মুক্ত!
ফিনকি দিয়ে হেঁটে চলা
নিঝুম ভিড়ের চোখে
থিতিয়ে পড়ে নিথর কেউ …
সমাজ যেন কোনো প্রাচ্যের সামুরাই,
নিত্যদিন নীরব আত্মহনন
তথাকথিত সম্মান রক্ষার্থে
কাপুরুষের শাণিত তরবারি
লাল সরলরেখা এঁকে
পাকস্থলীর মৌনগাত্র উন্মুক্ত!
ফিনকি দিয়ে হেঁটে চলা
নিঝুম ভিড়ের চোখে
থিতিয়ে পড়ে নিথর কেউ …
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৪১টি মন্তব্য এসেছে।
√ পড়লাম। ছোট্টর ওপরে জবাব নেই। ফিনকি দিয়ে হেঁটে চলা!!! কোথায় পাও?
*************
শুভকামনা রইলো
************
অনেক ভাল লেগেছে --- ।
অসাধারণ সুমন্ত ভাই
Somaj eto tai kharap
besh
bhalo
osadharon
কবিতা পড়লাম।
'হারাকিরি' আর 'নিরব আত্মহনন' কি এক?
আমার জানা মতে 'হারাকিরি' প্রকাশ্য আত্মত্যাগ বিশেষ প্রয়োজনে।
শিরোনামের সাথে মিল খুঁজে না পেলেও কবিতা ভালো হয়েছে।
ভালো লাগলো...
ভালো লাগলো আপনার কবিতাটি।
"হারা কিরি" মানেটা কি ? জাপানি শব্দ ?
জানালে কৃতজ্ঞ থাকব।
আরেকটু ক্ষেপাটে আরেকটু প্রখর
শরীর হতে শুষে নেয়া ঘাম
অতপরঃ প্রকৃতির তীব্র চাপ হতে নিস্তারের প্রবল আকুলি বিকুলি আজ যেন আনুপস্থিত।
ভাল লাগল কবি।
দারুন একখানা লেখনী।
অসাধারণ লেখা
http://www.banglagolpo.net/author/aqua/
এই সাইটে আমন্ত্রণ রইল
অসাধারণ সুমন্ত... দারুণ... মুগ্ধ হয়ে পড়লাম...
দারুন ...
এই কবিতা সুধু মুঘ্ধ হয়ে পড়তে হয় ,, দারুন ভালো লাগলো ।
অন্য রকম তৈরি কবি বেশ ভালো লাগলো ।
তুমি তো তুমিই, আবার নাম বদলালে কেন! পড়লাম, খুব ভাল লেগেছে...
অসাধারণ...
পড়লাম। বৈচিত্রের বিবেচনায় অনন্য ... সৃজনশীল কবির স্বার্থক প্রয়াস ...
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.