সুদূর তেহরান আর শিরাজের মাঝামাঝি
কোথাও আমার বুকের ভেতর
সে পরম রমণীয় মরুদ্যানশহর
কবে একসময় মহিমান্বিত পারস্যের
রাজধানী নীলাভ চাঁদের অ্যাসপাদেনা
অশান্ত অলিন্দে মোহজাল ছড়াতো
ধু ধু তৃষার মরীচিকা মিটিয়ে