হৃদয়ের উজাড়ে যখন লাজুক হেসেছিলে
লাদাখের সাদা বালির পাহাড়ে
কিংবা পাঞ্জাবের সরষে ক্ষেতে
তুমি ফিনফিনে শাড়ি বদলে বদলে
আমষ্টারডামের গোলাপ বাগানে
আর আমিও পকেটে হাত রেখে
ধীর পায়ে ফেনিল সাগরতীরে
কিংবা বাইকের লংড্রাইভে
দু’হাত শূন্যে ছড়িয়ে
সিমলার সাদা বরফের পাহাড়ে
পোহানো আগুনের আলিঙ্গনে
স্যাক্সোফোনের রোমান্স বেজে ওঠেনি কেন?