কবি হয়ে
তা দিয়ে দিয়ে
বেশ কিছু কবিতা ফুটিয়েছি;
সেসব কচিকাঁচারা এখন পরিচিতদের
দানা টানা খেয়ে বড়ো হতে থাকে,
তারপর … কোনো একদিন কোনো প্রকাশক
পোয়েট্রি ফার্ম থেকে তুলে নিয়ে
যায় আমার সাধের একটাকে,
বসিয়ে রাখে তার ধারালো
সম্পাদকের কলমের পাশে,
আমার আমার থাকেনা-
কোনো আমুদে দুপুরে
পাঠকের মশলাদার
আস্বাদন হয়ে ঝরে পড়ে।