অজান্তে মারা যাওয়া
কোনো বেশ্যার একমাত্র কশদাঁত,
সোনা দিয়ে বাঁধানো ছিল।
যেন নীরব চুক্তির মাধ্যমে
বাকিরা সবাই ঝরে গেছিল।
কিন্তু মর্গের কর্মী ওটাকে ফাটিয়ে বার করেছিল—
বন্ধক রেখে নাচের আসরে যাবার জন্য।
কেননা, সে বলেছিল,
কেবল ধুলোকেই ধুলোয় ফিরে আসতে হয়।



মূল কবিতাঃ


Kreislauf


কবিঃ Gottfried Benn


Der einsame Backzahn einer Dirne,
die unbekannt verstorben war,
trug eine Goldplombe.
Die übrigen waren wie auf stille Verabredung
ausgegangen.
Den schlug der Leichendiener sich heraus,
versetzte ihn und ging für tanzen.
Denn, sagte er,
nur Erde solle zur Erde warden