লাখ লাখ অনভিজ্ঞ পা কেঁপে উঠেছে,
কোটি কোটি হৃদয় একবার নাচতে চেয়েছে
আর কত নিখর্ব হাতে খেলে গেছে চেনা জাদুর রেশ
তা জানলে অবাক হওয়া ছাড়া
আর কিচ্ছু করার থাকেনা!
’বিস্ময়’ শব্দটার ক্যারিশমা যেখানে শেষ
সেখানেই হয়েছে অসংখ্য রোম খাড়া,
অনুভূতি প্রকাশের উপযুক্ত শব্দ খুঁজে পাইনা।


দেহের ভেতর থিতিয়ে পড়া অ্যাড্রিনালিন
পশ্চিমী পপের অসমান আর উগ্র ছন্দে
ছিঁড়ে বেরোতে চায় রুক্ষ আর মলিন
শৃঙ্খল ভেঙে, যখন এক ভাষাহীন আনন্দে
পথ চলে পৌঁছে গেছি সেই স্বপ্নের দুনিয়াতে,
তখন উপলব্ধি করেছি সাদা জামা-কালো
প্যান্ট পরা একটা মানুষ ছাড়া সাথে
আর কেউ নাই, আর…আর কত আলো!


আলোর বন্যায় ভেসে যাওয়া স্টেজের পিছনে
যে কালো সত্যিটা লুকিয়ে আছে
তা শিশু নির্যাতনের এক নির্মম ইতিহাস; সামনে
কত হাতছানি, কত লাফালাফি কাছে
এসে মিলিয়ে গেছে নিষিদ্ধ ড্রাগের তীব্র ঝাঁঝে,
বোধহয় দিনে কাউকে উত্তেজনা দিতে গেলে
অচেনা এক তীক্ষ্ন ব্যথা পেতে হয় সাঁঝে!
সম্রাট চলে গেছেন তাঁর বিশাল রাজত্ব ফেলে …।


২৫।০৬।২০১০
কাটোয়া, বর্ধমান।।